Top
সর্বশেষ

টি-টোয়েন্টি সিরিজ খেলবেন মুশফিক

১৩ জুলাই, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
টি-টোয়েন্টি সিরিজ খেলবেন মুশফিক

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে আসার কথা ছিলো মুশফিকের। কারণ তিনি টি-টোয়েন্টি না খেলার সিন্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দল ঘোষণার আগে। তবে ওয়ানডে শুরু হওয়ার আগে সিদ্ধান্ত বদল করেছেন মুশফিক।

মঙ্গলবার জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জাতীয় দলের জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে গেলে পুনরায় অস্ট্রেলিয়া সিরিজের আগে বলয়ে ঢোকা কঠিন হবে মুশফিকের জন্য।

এ কারণেই মূলত সিদ্ধান্তে বদলে এনেছেন মুশফিক। এ কথা জানিয়ে নান্নু বলেছেন, ‘মুশফিক সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এখন সে জিম্বাবুয়েতেই থেকে যাবে এবং টি-টোয়েন্টি সিরিজেও খেলবে। এই টি-টোয়েন্টি সিরিজ না খেলে যদি জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে যায় মুশফিক, তাহলে পরের সিরিজে তার খেলা কঠিন হয়ে পড়বে।’

আগামী মাসের ২ থেকে ৮ তারিখ পর্যন্ত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়েতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে ২৯ জুলাই দেশে ফিরবে টাইগাররা। একইদিন ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার।

উল্লেখ্য, আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই জিম্বাবুয়ে সফরের তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। এরপর ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।

শেয়ার