করোনাভাইরাসের কারণে ইংল্যান্ডের মূল দলের সবাই আইসোলেশনে। ফলে পুরোপুরি নতুন দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে ইংলিশরা। অথচ এই দ্বিতীয় সারির দলের কাছেও প্রথম দুই ম্যাচে পাত্তা পায়নি পাকিস্তান ক্রিকেট দল।
তিন ম্যাচ সিরিজে এরই মধ্যে দুই ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা। মঙ্গলবার সান্ত্বনার জয়ের খোঁজে মাঠে নেমেছে পাকিস্তান। টস জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংলিশরা।
আগের দুই ম্যাচ জেতায় স্বাভাবিকভাবেই একাদশে পরিবর্তন আনেনি ইংল্যান্ড। অন্যদিকে সিরিজ খোয়ালেও অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নেমেছে পাকিস্তান। প্রথম ওভারে এরই মধ্যে ৮ রান করে ফেলেছে তারা।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, ডেভিড মালান, জ্যাক ক্রাওলি, জেমস ভিনস, বেন স্টোকস (অধিনায়ক), জন সিম্পসন (উইকেটরক্ষক), লুইস গ্রেগরি, ক্রেইগ ওভারটন, ব্রাইডন কারস, সাকিব মাহমুদ ও ম্যাট পারকিনসন।
পাকিস্তান একাদশ: ফাখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শোয়েব মাকসুদ, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।