সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৩১ বারে ৮ লাখ ৯৩ হাজার ২৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী লাইফের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২ হাজার ৯২২ বারে ৪২ লাখ ৩২ হাজার ৫৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ কোটি ২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯৯ বারে ৩ লাখ ৫৯ হাজার ৩৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-কাট্টালী টেক্সটাইলের ৫.৬৩ শতাংশ, অলটেক্সের ৫.৬৩ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫.১২ শতাংশ, মনোস্পেুল পেপারের ৪.৯৫ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৪.৯০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৫৭ শতাংশ এবং মিথুন নীটিংয়ের ৪.৪১ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস