Top
সর্বশেষ

বিয়ের পর আরও পরিণত হয়ে উঠেছেন লিটন

১৭ জুলাই, ২০২১ ২:৪৯ অপরাহ্ণ
বিয়ের পর আরও পরিণত হয়ে উঠেছেন লিটন

২০২০ মৌসুমে যে বার বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় রাজশাহী রয়্যালস, সে আসরে দলটির হয়ে ধারাবাহিক পারফর্ম করেন লিটন দাস। ১২ ম্যাচে ৩ ফিফটিতে ৩৮.৩৬ গড়ে ও ১৩৯.৭৩ স্ট্রাইকরেটে করেন ৪২২ রান। তখন এক প্রেস কনফারেন্সে এসে লিটন জানান, ‘খুব কম বয়সে বিয়ে করে ফেলেছি। বিয়েটা আমাকে আরও পরিণত করেছে। জানি না কীভাবে। সেটা মাঠে হোক কিংবা মাঠের বাইরে সবকিছুতেই বেড়েছে।’

এরপর ব্যাট হাতে ছন্দে ছিলেন লিটন। করোনাভাইরাসের প্রকোপ শুরুর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে দুটো সেঞ্চুরিও হাঁকান তিনি। খেলেন ক্যারিয়ার সেরা ১৭৬ রানের ইনিংস। এরপর দীর্ঘদিন বন্ধ থাকার পর মাঠে খেলা ফিরলে পঞ্চাশ ওভারের ফরম্যাটে নিজেকে হারিয়ে খোঁজেন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে জানালেন, এই খারাপ সময় কাটিয়ে উঠতে স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সাহায্যর পেয়েছেন তিনি।

ম্যাচ শেষে পাঠানো এক ভিডিও বার্তায় লিটন বলেন, ‘কোভিডের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা একটু কঠিন হয়ে গেছে কারণ মাথায় অনেক চিন্তা ছিল যে পারফর্ম করতে হবে পরিস্থিতিও কঠিন ছিল। এভাবে দেখতে দেখতে আটটা ইনিংস গেছে। চেষ্টা করেছি যত ইনিংসই খেলিনা কেন, যেন ভালো করতে পারি, দলকে কিছু দিতে পারি। পাশাপাশি বড়রা সমর্থন দিয়ে গেছেন, পরিবার বিশেষ করে ওয়াইফের কাছ থেকে সমর্থন এসেছে।’

শেয়ার