Top
সর্বশেষ

ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে সাংবাদিক আটক

১৮ জুলাই, ২০২১ ১:৩২ অপরাহ্ণ
ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে সাংবাদিক আটক
নিজস্ব প্রতিবেদক :

বগুড়া সদর পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডা. সামির হোসেন মিশুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে দৈনিক বাণিজ্য প্রতিদিনের বগুড়া জেলা প্রতিনিধি মো. আক্তারুজ্জামানকে গতকাল শনিবার দিবাগত রাত ৩ টায় তাঁর নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ আটক করেছে।

ফেসবুকে পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন মিশুর বিরুদ্ধে স্ট্যাটাস দেয়ায় তাকে আটক করা হয়েছে বলে আজ রোববার বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম রেজা এ কথা জানান।

আক্তারুজ্জামানের বাবা মো. রফিকুল ইসলাম বগুড়া ডায়াগনস্টিক সেন্টারে নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি বাণিজ্য প্রতিদিনকে জানান, ‘রাত ৩ টায় ১২ জন ডিবি পুলিশ আর ডা. সামির হোসেন মিশু আমার বাড়িতে আসে। এসে আমার ছেলেকে আটক করে নিয়ে যায়। কেন আটক করা হয়েছে জানতে চাইলে তারা কোন অভিযোগ এর কথা তখন বলেননি। আমি অনেক অনুরোধ করলেও তারা আমার ছেলেকে ছাড়েনি। রাত ৩টা থেকে বেলা ১২ টা বাজে ৯ ঘন্টা অতিবাহিত হলেও এখনো আমার ছেলেকে ছাড়েনি। আমি আমার ছেলের নিঃশর্ত মুক্তি চাই।

বগুড়া সদর থানার ওসি বেলা ১১টার দিকে বাণিজ্য প্রতিদিনকে জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অবশ্য এর আগে তিনি সকাল ৯টায় বাণিজ্য প্রতিদিনকে জানান, কোনও সাংবাদিক আটক হয়েছে কিনা আমার জানা নেই। হয়ত; ডিবি পুলিশ আটক করে থাকতে পারে। পরে বেলা ১০টার দিকে তিনি আটকের কথা নিশ্চিত করেন। তিনি বাণিজ্য প্রতিদিনকে বলেন, আক্তারুজ্জামান এখন আমাদের কাছে রয়েছে।

এ বিষয়ে কথা বলতে ডা. মিশুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেন নি। তবে বগুড়ার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শাহনাজ পারভীন এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন বলে জানান। তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

শেয়ার