Top

হাফ সেঞ্চুরি ও ১২ হাজারি রানের ক্লাবে সাকিব

১৮ জুলাই, ২০২১ ৮:০৯ অপরাহ্ণ
হাফ সেঞ্চুরি ও ১২ হাজারি রানের ক্লাবে সাকিব

বেশ কিছুদিন ধরেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিলো না সাকিব আল হাসানের। অবশেষে রানের দেখা পেলেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

সিকান্দার রাজার বলে চার মেরে ৫৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। তাতে চার ম্যাচ পর হাফ সেঞ্চুরির দেখা পেলেন তিনি। এর ফলে ১২ হাজারি রানের ক্লাবে যোগ দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সর্বশেষ হাফ সেঞ্চুরি পেয়েছিলেন সাকিব।

সাকিব আল হাসানের ব্যাট হাসলেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪৭ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করেছেন সাকিব আল হাসান। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এদিন ৬ হাজার ৫০০ ওয়ানডে রানও স্পর্শ করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

এদিকে টেস্টে ৫৮ ম্যাচে ৩৯৩৩ রান করেছেন সাকিব। টি-টোয়েন্টিতে ৭৬ ম্যাচ খেলা সাকিব করেছেন ১৫৬৭ রান। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪টি সেঞ্চুরি করেছেন তিনি।

শেয়ার