Top

শেষ কর্মদিবসে সচিবালয়ে উপস্থিতি কম

১৯ জুলাই, ২০২১ ৪:৪১ অপরাহ্ণ
শেষ কর্মদিবসে সচিবালয়ে উপস্থিতি কম

ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি কম। সোমবার (১৯ জুলাই) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা গেছে, অনেক কক্ষই ফাঁকা। কোনো কোনো কক্ষে স্বাভাবিকের চেয়ে কম কর্মচারীদের অফিস করতে দেখা গেছে।

আগামী ২১ জুলাই দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। সেই অনুযায়ী ২০, ২১ ও ২২ জুলাই (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। এরপর ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা থেকে শুরু হবে কঠোর বিধিনিষেধ।

সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের উপিস্থিতি কম। যে কক্ষগুলোতে একাধিক প্রশাসনিক কর্মকর্তাদের বসতে হয়, সেখানে অনেকেই অনুপস্থিত।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের (৪ নম্বর ভবন) নিচতলায় ১ নম্বর কক্ষে ৫ জন বসেন। সেখানে দু’জন অফিস করছেন না। অনেক কর্মকর্তার কক্ষ ছিল ফাঁকা।

ভূমি মন্ত্রণালয় যুগ্মসচিব (প্রশাসন) মো. আব্বাছ উদ্দিন বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের উপস্থিতি কিছুটা কম। কর্মচারীদের কেউ কেউ ছুটি নিয়েছেন।’

শেষ কর্মদিবসে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। লিফট অপারেটরদের ঈদের বকশিশ আদায়ে তৎপর দেখা গেছে। ৭ নম্বর ভবনের একজন লিফট অপারেটরকে একজন কর্মকর্তার পেছনে বকশিশ আদায়ে ছুটতে দেখা গেছে। লিফটগুলোর সামনে ভিড় ছিল না। অনেক মন্ত্রণালয়ের করিডোরগুলো নিস্তব্ধতায় ডুবে ছিল।

খাদ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, কয়দিন ধরে স্বাভাবিকভাবে অফিস চললেও আজকে উপস্থিতি অকেটাই কম। অনেকে এসেই চলে গেছেন। কেউ কেউ ছুটি নিয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে অফিসে থাকার বিষয়ে অতটা কড়াকড়িও নেই।

কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকলেও সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো গাড়িতে পূর্ণ থাকতে দেখা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ‘আজকেই (সোমবার) ঈদের আগে শেষ কর্মদিবস। ছুটি নিয়ে নতুন কোন নির্দেশনা নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী ২২ জুলাই পর্যন্ত ঈদের ছুটি কাটাবেন।’

পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারনের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সরকার গত ১৪ জুলাই মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করেছে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে সরকারি ও বেসরকারি অফিসসহ সবকিছুই খোলার অনুমতি দেয়া হয়েছে।

একই সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধও ঘোষণা করেছে সরকার। এই সময়ে সরকারি বেসরকারি অফিস, শিল্প কারখানাসহ সারাদেশে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

শেয়ার