ইঙ্গিতটা ছিল আগেই। এবার জানা গেল, আগামী দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তামিম ইকবালকে। ইনজুরির কারণে জাতীয় দলের এই তারকা ক্রিকেটার খেলতে পারবেন না অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরে মাঠে সিরিজে।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নিশ্চিত করলেন, হাঁটুর চোটে কমপক্ষে দুই মাসের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা হবে না তামিমের। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ওয়ানডে ম্যাচ খেলেই ঢাকা ফিরে আসবেন তামিম।
মিনহাজুল আবেদিন নান্নু ইএসপিএন-ক্রিকইনফোকে বলেন, ‘ওয়ানডে দল থেকে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে তামিম দেশে ফিরে আসবে। ওকে ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এ কারণেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলতে পারছে না ও। ইংল্যান্ডের বিপক্ষে অক্টোবরে ফিরতে পারে তামিম।’
আসছে আগষ্টে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ বাংলাদেশের। পরের মাসেই আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
তামিমের হাঁটুর চোট বেশ পুরোনো। সেখানে নতুন করে ব্যথা পান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে গিয়ে। সেই ইনজুরি নিয়েই জিম্বাবুয়ে যান তামিম। জিম্বাবুয়েতে গিয়ে শুরুর দুই দিন হালকা অনুশীলন করার পর একমাত্র টেস্টের আগে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেন। এরপর ব্যথার মাত্রা আরও বেড়ে যায়। পরে সেই চোট নিয়েই খেলেন তিন ওয়ানডে ম্যাচ।
এ অবস্থায় তামিমের এই চোটের জন্য অপারেশনের প্রয়োজন নেই। বিশ্রামই একমাত্র ওষুধ। তবুও নিজ উদ্যোগে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ শল্যবিদ ডেভিড ইয়াংয়ের সঙ্গে যোগাযোগ করছেন তামিম। স্ক্যানের কপি পাঠিয়েছেন তাকে। সব দেখে ইয়াং পরামর্শ দিয়েছেন পূর্ণ বিশ্রামের। দেশে ফিরে সেটাই করবেন তামিম।