Top

৮ তলা ভবন নির্মাণ করবে শমরিতা হসপিটাল

২৫ জুলাই, ২০২১ ১২:০৪ অপরাহ্ণ
৮ তলা ভবন নির্মাণ করবে শমরিতা হসপিটাল
পুঁজিবাজার ডেস্ক :

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আনুষঙ্গিক খাতের কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেড ৮ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ভবনটি বেসমেন্টসহ ১৫ হাজার ৫৬০ বর্গফুট। ভবনটি ইটিপি, ফিজিওথেরাপি সেন্টার, কেমোথেরাপি ইউনিট, কনসালটেন্টস চেম্বার, ক্যান্টিন এবং ড্রমিটরির কাজে ব্যবহার করা হবে। এ প্রকল্পে কোম্পানিটির মোট ৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হবে। প্রকল্পটি ২০২৩ সালে শেষ হবে। শমরিতা হসপিটাল প্রকল্পটিতে নিজস্ব উৎস থেকে অর্থায়ন করবে।

এছাড়া কোম্পানিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় দুটি ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই দুটি ভবন আবাসিক কাজে ব্যবহার হবে। এতে কোম্পানিটির ৪০ লাখ টাকা ব্যয় হবে। এই ভবন থেকে হাসপাতালটির মাসে ১ লাখ ৭০ হাজার টাকা আয় হবে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার