Top

শামীম খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে

২৫ জুলাই, ২০২১ ৯:৩০ অপরাহ্ণ
শামীম খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে

আগে থেকেই ছিলেন আলোচনায়। শামীম পাটোয়ারী নিজের জাত চিনিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই। প্রথম ম্যাচে ১৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে ঠিকই দলকে এনে দিয়েছেন জয়।

বড় লক্ষ্যে খেলতে নেমে সৌম্য সরকার, সাকিব আল হাসানরা পথটা দেখিয়ে দিয়েছিলেন। ওই পথেই শামীম খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। দলের যখন রান দরকার, তখনই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। খেলেছেন ১৫ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস। তার এই ইনিংসের প্রশংসা করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।

তিনি বলেন, ‘অবশ্যই আমার মনে হয় ছেলেরা মাঠে তাদের শক্তি দেখিয়েছে। সবাই অবদান রেখেছে। যেভাবে সাকিব ও সৌম্য ব্যাট করেছে, আফিফ অবদান রেখেছে। এবং শেষে শামীম ঝড়ের গতিতে খুব গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। সব মিলিয়ে এটা খুব ভালো ব্যাটিং প্রচেষ্টা ছিল।’

তিনি আরও বলেন, ‘জিনিসটা হচ্ছে যখন আপনি বড় রান তাড়া করবেন। আপনার কিছু জুটি গড়তে হবে এবং স্ট্রাইক রোটেট করতে হবে। একই সঙ্গে আমরা চেষ্টা করেছি ডট বল কম খেলতে। প্রতি ওভারে বাউন্ডারি মারার চেষ্টা করেছি। এবং জুটি গড়ে যত গভীরে যাওয়া যায় সে চেষ্টা করেছি।’

এই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সৌম্য সরকার। বল হাতে তিন ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ব্যাট হাতেও ৪৯ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তাকে কার্যকরী অলরাউন্ডার বলেই মনে করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, ‘সৌম্য একজন কার্যকরী অলরাউন্ডার। আমি যখন তাকে বল দেই, সে দুই উইকেট এনে দেয়। যখন দলের রান দরকার সে তখন দাঁড়িয়ে গেছে। কিছু রান করেছে। সবশেষে এটা ভালো ব্যাটিং প্রচেষ্টা যেটা আমি বলেছি।’

শেয়ার