সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২৬ হাজার ৮০৫ বারে ১ কোটি ৬২ লাখ ২ হাজার ৬২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৫ কোটি ৩২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি ৭১৩ বারে ৭ লাখ ১৬ হাজার ২২৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনালী পেপারের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৫৪ বারে ২ লাখ ২২ হাজার ৭৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮.২১ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৭.৭৪ শতাংশ, ইসলামিক ইন্স্যুরেন্সের ৭.৭০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৬.১২ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৫.৫৭ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৫৫ শতাংশ এবং জিপিএইচ ইস্পাতের শেয়ার দর ৫.২৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস