Top

বিক্ষুব্ধ জনতার তোপে তিউনিশিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত

২৬ জুলাই, ২০২১ ২:১২ অপরাহ্ণ
বিক্ষুব্ধ জনতার তোপে তিউনিশিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত

করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় তিউনিসিয়াজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট।

রোববার রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে হাজার হাজার মানুষ।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এর পরপরই প্রেসিডেন্ট কাইস সাইয়েদ প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত করেন।

খবর পাওয়ার পর বিক্ষোভকারীরা উৎসব করতে থাকে।
তিনি বলেছেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে চাই।

পার্লামেন্টও স্থগিত করে দিয়েছেন তিনি।

কিন্তু বিরোধীরা তার এই পদক্ষেপকে সামরিক অভ্যুত্থান হিসাবে আখ্যা দিয়েছে।

অন্যদিকে রাজধানী তিউনিস ও অন্যান্য শহরগুলোয় হাজার হাজার মানুষ ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিক্ষোভ করে এবং ‘বেরিয়ে যাও’ শ্লোগান দিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানায়।

শেয়ার