সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৪ বারে ১০ হাজার ৯৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬ হাজার ৪৮৯ বারে ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৭০৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫০ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১০৩ বারে ৪৯ লাখ ৫১ হাজার ২৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৯১ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- পপুলার লাইফের ৪.৮৮ শতাংশ, একটিভ ফাইনের ৪.৬১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৪.৫৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৩.৮৬ শতাংশ, আরামিট সিমেন্টের ৩.৭৯ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ৩.৬০ শতাংশ এবং হাইডেলবার্গ সিমেন্টের ৩.৩৩ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস