সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানির ৭৪ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১ কোটি ৯০ লাখ ২২ হাজার ৬৩৭টি শেয়ার ৬৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭৪ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ২ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৬ লক্ষ টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সাউথইস্ট ব্যাংকের ১৩ কোটি ৮৪ লক্ষ ৩১ হাজার টাকার।
এছাড়া, ভিএএমএলবিডি মিউচুয়াল ফান্ড ফার্স্ট ৭ কোটি ১৫ লক্ষ টাকার, সোনালী পেপারের ৩ কোটি ৪৬ লক্ষ ৯৫ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ১ কোটি ৫৯ লক্ষ ১৫ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ১ কোটি ১৫ লক্ষ ৮0 হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ৯৯ লক্ষ ২০ হাজার টাকার, ই-জেনারেশনের ৮৬ লক্ষ ৫ হাজার টাকার, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬৫ লক্ষ ৮৭ হাজার টাকার, বার্জার পেইন্টসের ৫৩ লক্ষ ৮ হাজার টাকার, সিলকো ফার্মার ৫৩ লক্ষ ২ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৫২ লক্ষ ২০ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ৩৮ লক্ষ ২২ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৩১ লক্ষ ৬ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ২৪ লক্ষ ৭৫ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ২৩ লক্ষ ৬০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ২১ লক্ষ ৬৫ হাজার টাকার, কপার টেকের ২১ লক্ষ ৬ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৮ লক্ষ টাকার, ট্রাস্ট ব্যাংকের ১৩ লক্ষ ৭২ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৩ লক্ষ ৫৮ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ১২ লক্ষ ২১ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১১ লক্ষ ১৫ হাজার টাকার, অ্যাক্টিভ ফাইনের ৮ লক্ষ ৩ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ৭ লক্ষ ৪৪ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৭ লক্ষ ২১ হাজার টাকার, মারিকোর ৫ লক্ষ ৯৩ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৫ লক্ষ ৯১ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৫ লক্ষ ১৪ হাজার টাকার, সেন্ট্রাল ফার্মার ৫ লক্ষ ৭ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫ লক্ষ ৬ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৫ লক্ষ টাকার, আরডি ফুডের ৫ লক্ষ টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস