সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৮৫ বারে ৪০ লাখ ৮৩ হাজার ১৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২২ কোটি ৬৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৯৪০ বারে ১৪ লাখ ৪২ হাজার ৫৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬৫৩ বারে ১ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৭৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সালভো কেমিক্যালের ৮.৭৫ শতাংশ, রহিমা ফুডের ৮.৭৩ শতাংশ, বিকন ফার্মার ৮.০৩ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৭৫ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ৬.৭৫ শতাংশ এবং ফারইস্ট নিটিংয়ের শেয়ার দর ৬.৪৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস