সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৮৭ বারে ৬৮ হাজার ৩৭৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ১২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫১২ বারে ৪ লাখ ৭৫ হাজার ৭৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা গ্লোবাল হেভি কেমিক্যালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৪৫ বারে ২ লাখ ৫৮ হাজার ৯৮৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১২ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৩.৩৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৩.২৫ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৩.০৩ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ২.৯৩ শতাংশ, সমতা লেদারের ২.৮১ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ২.৭৮ শতাংশ এবং কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর ২.৭৬ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস