জিম্বাবুয়ে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সিরিজের জন্য চুক্তি হয়েছিল প্রিন্স-বিসিবির। তবে জিম্বাবুয়ে সফরের পর তার সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। চুক্তির মেয়াদ বাড়লেও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে প্রিন্সকে পাচ্ছেন না সাকিব আল হাসানরা।
জিম্বাবুয়ে থেকে বাংলাদেশে না এসে আপাতত নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় যাবেন প্রিন্স। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নির্বাচক প্যানেলের এক সদস্য। তবে ঠিক কী কারণে অজি সিরিজে প্রিন্স থাকছেন না সেটি জানাননি তিনি, ‘আমি শুনেছি প্রিন্স এখনই বাংলাদেশে আসছেন না। জিম্বাবুয়ে থেকে দক্ষিণ আফ্রিকায় যাবেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না।’
অন্য একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নেওয়ার আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সঙ্গে কাজ করতেন প্রিন্স। সেখান থেকে ইস্তফা দিতেই নিজ দেশে যাচ্ছেন তিনি। এজন্যই অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছুটি নিয়েছেন বাংলাদেশ দলের এই নতুন ব্যাটিং পরামর্শক।
শুধুমাত্র জিম্বাবুয়ে সফরের জন্য প্রিন্সকে নিয়োগ দিয়েছিল বিসিবি। সদ্য শেষ হওয়া সিরিজে তার অধীনে নিজেদের সেরাটা দিয়েছেন সৌম্য-শামীমরা। এজন্য প্রোটিয়া সাবেক এই ব্যাটসম্যানকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রেখে দেওয়ায়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সেই চুক্তি চূড়ান্ত না হলেও অস্ট্রেলিয়া সিরিজে তাকে পাবার ব্যাপারে আশাবাদী ছিল বাংলাদেশ।