Top

এবার জনগণকে বুস্টার ডোজ দিচ্ছে ইসরায়েল

৩০ জুলাই, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ
এবার জনগণকে বুস্টার ডোজ দিচ্ছে ইসরায়েল

করোনাভাইরাস মোকাবিলায় প্রথম থেকেই বেশ কৃতিত্ব দেখিয়েছে ইসরায়েল। করোনা প্রতিরোধে আবারও দুই ডোজ টিকা দেওয়ার পরও নতুন করে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে দেশটি।

এবার ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ করা হবে। শুক্রবার থেকে এ কর্মসূচি শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে জনগণকে তৃতীয় ডোজ দেওয়া শুরু করছে ইসরায়েল। দেওয়া হবে ফাইজার-বায়োঅ্যানটেকের ভ্যাকসিন।

সম্প্রতি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কর্মসূচি শুরুর অনুমোদন দেয়। তবে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেক বিশেষজ্ঞ।

তৃতীয় ডোজের ঝুঁকি বা কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের আহ্বান তাদের। এ পর্যন্ত ইসরায়েলের মোট জনগোষ্ঠীর ৬১ দশমিক ৪ শতাংশ মানুষ পেয়েছে করোনা টিকার ২ ডোজ।

শেয়ার