Top

আজ বন্ধ পুঁজিবাজারের লেনদেন

০১ আগস্ট, ২০২১ ১১:২৪ পূর্বাহ্ণ
আজ বন্ধ পুঁজিবাজারের লেনদেন
পুঁজিবাজার ডেস্ক :

কেন্দ্রীয় ব্যাংকের রোববার (০১ আগস্ট) দেশের সকল ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্তের কারনে পুঁজিবাজারও বন্ধ  রয়েছে এদিন। ব্যাংক ছাড়া পুঁজিবাজারের আর্থিক লেনদেন সম্ভব না হওয়ায় বাধ্য হয়েই বন্ধ রাখতে হচ্ছে এই বাজারকে।

করোনা মহামারি বেড়ে যাওয়ায় গত ২৮ জুলাই কেন্দ্রীয় ব্যাংক চলতি সপ্তাহের রবিবার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যে কারনে এই ২দিন শেয়ারবাজারও বন্ধ থাকবে।

ফলে চলতি সপ্তাহে ৩ কার্যদিবস লেনদেন হবে শেয়ারবাজারে। তবে এই ৩ কার্যদিবস ব্যাংকের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন ২টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

এর আগে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনে ব্যাংকিং লেনদেন কমিয়ে আনা হয়। যাতে করে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত কমিয়ে আনা হয়। এরপরে গত ৮ জুলাই থেকে ব্যাংকিং লেনদেন সময় বাড়ানোর সঙ্গে সঙ্গে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে বাড়িয়ে দুপুর ২টা পর্যন্ত করা হয়।

এরপরে ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংকিং লেনদেন সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করার আলোকে পুঁজিবাজারের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ২.৩০টা পর্যন্ত করা হয়। যা ঈদের পর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হয়ে আসছিল।

তবে পুঁজিবাজারে স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে বেলা ২.৩০টা পর্যন্ত লেনদেন হয়।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার