সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩০৪ বারে ২৯ লাখ ৬৮ হাজার ৩৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৩৬৩ বারে ২৫ লাখ ১০ হাজার ২১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ২৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইনডেক্স এগ্রোর দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩০৫ বারে ৭ লাখ ১৯ হাজার ২৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- তাওফিকা ফুডের ৯.৯৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.৯৩ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৯.৯৩ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৯.৯২ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৯০ শতাংশ, সুহৃদের ৯.৮৫ শতাংশ এবং আরএসআরএম স্টিলের শেয়ার দর ৯.৬৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস