সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০৫ বারে ৩ লাখ ৪৫ হাজার ৭২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঝিলবাংলা সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৪ বারে ১২ হাজার ৬০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৭১ বারে ৮ লাখ ১৬ হাজার ৭৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-প্রভাতী ইন্স্যুরেন্সের ৪.৯৯ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪.৯৫ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৪.১৬ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৪.০৮ শতাংশ, জুট স্পিনার্সের ৪.০৩ শতাংশ এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস