Top

দর পতনের শীর্ষে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড

০৫ আগস্ট, ২০২১ ৩:৩৮ অপরাহ্ণ
দর পতনের শীর্ষে এশিয়ান টাইগার গ্রোথ ফান্ড
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে,  ফান্ডটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৩২৩ বারে ৪৩ লাখ ৪৪ হাজার ৬৫৯ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৫৪ বারে ৪ লাখ ৬০ হাজার ৮২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৪১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জিবিবি পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৬৬ বারে ২৯ লাখ ১২ হাজার ২২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.২৪ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৩.০৯, এসইএমএলআইবিবিএল মিউচুয়াল ফান্ডের ৩.০৫ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ২.৮৬ শতাংশ, ভিএমএলবিডি মিউচুয়াল ফান্ড একের ২.৬৭ শতাংশ, ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ডের ২.৫ শতাংশ এবং ফাস ফাইনান্সের ২.৪৩ শতাংশ দর কমেছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার