Top

ছয়টি শুষ্ক বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা

০৬ আগস্ট, ২০২১ ৯:৫৬ অপরাহ্ণ
ছয়টি শুষ্ক বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, তালেবানরা আফগানিস্তানের ছয়টি শুষ্ক বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং এর ফলে গত দুই মাসে রাজস্ব হ্রাস পেয়েছে।

মন্ত্রণালয় বলেছে, তালেবানদের দখলে নেওয়া বন্দরগুলোতে আফগান সরকারের প্রবেশাধিকার নেই।

তালেবান যোদ্ধারা রাজস্ব সংগ্রহ করছে।
আফগানিস্তানভিত্তিক সংবাদ সংস্থা জানিয়েছে, দুই মাস আগে চলমান আক্রমণের মাধ্যমে তালেবানরা দেশটির প্রায় দুইশ জেলা এবং ছয়টি প্রধান শুষ্ক বন্দর ধ্বংস করে দিয়েছে।

বিদেশি বাহিনী দেশ ছেড়ে চলে যেতে শুরু করার পর থেকেই আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। তালেবানরা দেশের বেশ কয়েকটি অঞ্চল দখল করেছে।

শেয়ার