কুড়িগ্রামের রৌমারীতে এক স্কুল ঘরের চুরি হওয়া ঢেউ টিনের ছবি তুলতে ও পেশাগত দায়িত্বপালনের সময় দাঁতভাঙ্গা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে স্থানীয় কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে রোববার (৭ জুন) রৌমারী থানায় লিখিত অভিযোগ করেন লাঞ্ছিত হওয়া সাংবাদিকদের একজন।
লাঞ্ছিত হওয়া ৪ সাংবাদিক হলেন, দৈনিক শিক্ষা ও দৈনিক জনতার রৌমারী উপজেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাখা, দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল, দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি লিমন আহমেদ।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ জুন) দাঁতভাঙ্গা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ৫০ হাত ঘরের টিন চুরি হওয়ার অভিযোগ ওঠে। শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে স্কুলের চুরি হওয়ার টিনগুলো রয়েছে এমন খবর ছড়িয়ে পড়ে। এ সংবাদের ভিত্তিতে স্থানীয় কয়েকজন সাংবাদিক স্কুল ঘরের চুরি হওয়া টিনের ছবি তুলতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বাড়িতে যান। পরে চুরি হওয়া ঢেউ টিনগুলো ও স্কুলের নাম দেয়া সাইনবোর্ড পাওয়া যায় ওই অভিযুক্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বাড়িতে । পরে টিনগুলোর ছবি তুলতে ও পেশাগত দায়িত্ব পালন কালে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম (৪৫), তার ভাতিজা রতন (২৪) ও ছেলে আবিদ আহমেদ নির্জন (২১) সাংবাদিকদের উপর মারমুখী হয়ে ওঠেন। ওই সাংবাদিকদের বাড়িতে আটকে রাখার হুমকি ও লাঞ্ছিত করেন। পরে ওই গ্রামের লোকজন ও স্থানীয় যুবলীগ সভাপতি আমির হোসেন, আমিনুল ইসলাম, মতিয়ার রহমানসহ আরও অনেকে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধার করেন।
সাংবাদিক লাঞ্ছিতের বিষয় জানতে চাইলে দাঁতভাঙ্গা দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম জানান, ‘সাংবাদিকদের আমি লাঞ্ছিত করিনি। তবে স্কুলের টিন চুরির অভিযোগ আমার বিরুদ্ধে সঠিক নয়। রেজুলেশন করে টিন কিনে নিজ বাড়িতে আনা হয়েছে। এতে কোনো সমস্যা নেই।’
তবে ওই রেজুলেশনের বিষয় কিছুই জানেন না বলে শিক্ষাবার্তা২৪ডটকমকে জানান স্কুলটির ম্যানেজিং কমিটির সদস্য হাবিবুর রহমান হাদি, হাজি আব্দুল জব্বার, মজারত আলী ও স্কুলের সহকারী শিক্ষকরাও।
এ ঘটনায় রৌমারী সহকারী কমিশনার (ভুমি) মো গোলাম ফেরদৌস ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোক্তার হোসেনসহ রৌমারী থানাপুলিশ এক ঘন্টা পর ঘটনাস্থলে না গিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের ওই স্কুলে যাওয়ার অভিযোগ রয়েছে কর্মকর্তাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী সাংবাদিক সাখাওয়াত হোসেন সাখা, মাসুদ পারভেজ রুবেল ও লিমন আহমেদ শিক্ষাবার্তা২৪ডটকমকে বলেন, স্কুল ঘরের চুরি হওয়া টিনের ছবি তুলতে ও পেশাগত দায়িত্বপালন কালে ওই প্রধান শিক্ষক ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে আটকের হুমকি ও লাঞ্ছিত করেন। এঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
রৌমারী থানার (ওসি) হাসান ইনাম জানান, ওই ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিগগিরই অভিযুক্তদের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।