অলিম্পিক ইতিহাসে পুরুষদের ৪x১০০ মিটার রিলেতে প্রথমবারের মত স্বর্ণ জয় করার কৃতিত্ব দেখিয়েছে ইতালির স্প্রিন্টাররা। নতুন জাতীয় রেকর্ড গড়ে ৩৭.৫০ সেকেন্ড সময় নিয়ে ইতালিয়ান দলটি প্রথম হয়।
ব্যক্তিগত ইভেন্টে ধারাবাহিক ভাবে ব্যর্থ হওয়া গ্রেট ব্রিটেনের দলটি শেষ পর্যন্ত দলীয় ইভেন্টে সফল হয়েছে। ৩৭.৫১ সেকেন্ড সময় নিয়ে তারা রৌপ্য ও ৩৭.৭০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে কানাডা।
ইতালির এই জয়ের মাধ্যমে অলিম্পিকের দ্বিতীয় স্বর্ণ পেয়েছেন ১০০ মিটারের রাজা লেমন্ট মার্সেল জ্যাকবস।
শেষ ব্যাটন পরিবর্তনের সময় ব্রিটিশরা প্রায় মিটার খানেক এগিয়ে থাকলেও ইতালিয়ান ফিলিপো টোরটুর কাছে আর পেরে উঠেননি ব্রিটেনের সর্বশেষ রানার নেতানিয়াল মিচেল-ব্লেক।
এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করে কানাডিয়ান স্প্রিন্টার আন্দ্রে ডি গ্রাসে গেমসের তৃতীয় পদক জয় করেছেন।
এর আগে তিনি ২০০ মিটারে স্বর্ণ ও ১০০ মিটারে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন।