পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি উসমানিয়া গ্লাসের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তে বন্ধ থাকার পর উৎপাদন আবার শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৩ জুন উসমানিয়া গ্লাসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনার পর দীর্ঘ দেড় মাস বন্ধ ছিল কোম্পানিটির উৎপাদন ব্যবস্থা। এর পর গত ৬ আগস্ট কোম্পানিটি আবার উৎপাদন শুরু করে।
সরকার নিয়ন্ত্রিত উসমানিয়া গ্লাসের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৭ কোটি ৪১ লাখ টাকা। যার ৩২ কোটি ১ লাখ টাকার ঋণাত্মক রিজার্ভ রয়েছে। তারপরেও ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিটির শেয়ার বৃহস্পতিবার (০৫ আগস্ট) লেনদেন শেষে দাড়িঁয়েছে ৬২.৭০ টাকায়।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস