Top

দর বৃদ্ধির শীর্ষে ভিএফএস থ্রেড

০৯ আগস্ট, ২০২১ ৪:১৩ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ভিএফএস থ্রেড
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩ বারে ১ কোটি ১২ লাখ ২ হাজার ১৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৯৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা একমি ল্যাবরেটরিজের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬১০ বারে ৩৮ লাখ ৪৯ হাজার ৮৭৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৫২ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মুন্নু সিরামিকের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭০৮ বারে ৮ লাখ ৪৫ হাজার ৮৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৯৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলহাজ্ব টেক্সটাইলের ৯.৯১ শতাংশ, মিরাকলের ৯.৮৬ শতাংশ, নুরানী ডাইংয়ের ৯.৮০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৯.৭৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৭০ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৯.৭০ শতাংশ এবং তশরিফার শেয়ার দর ৯.৬২ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার