ফাইভ–জি সেবা দিতে নেটওয়ার্ক আধুনিকায়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটককে ২ হাজার ১৪৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হবে ২ হাজার ২০৪ কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২ হাজার ১৪৪ কোটি টাকা। বাকি ৬০ কোটি টাকা টেলিটক নিজে বহন করবে।
মঙ্গলবার (১০ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এ–সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
লোকসানি একটি প্রতিষ্ঠানকে কেন বারবার সরকার জনগণের করের টাকা দিচ্ছে, সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র। সেভাবেই আমাদের নীতি প্রণয়ন হয়। ব্যক্তি খাতকে আমরা সহায়তা দেব, সুযোগ করে দেব। কিন্তু সবকিছু আমরা ব্যক্তি খাতে ছেড়ে দেব না।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘লোকসানি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিআরটিসি চালানো হচ্ছে। মানুষের কল্যাণেই এটি চালানো হচ্ছে। সব সময় লোকসানের বিষয়টি মাথায় রাখলে চলবে না। এমন এলাকা আছে, যেখানে টেলিটক ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক যায় না। তিনি বলেন, জনগণের কল্যাণের কথা চিন্তা করে লোকসানি প্রতিষ্ঠান আমাদের চালিয়ে নিতে হয়।’