সুখবর এল বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফের ভক্তদের জন্য। বহুল প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’ সিনেমার শুট ফের শুরু হতে চলেছে। বলিউডভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, সালমান খান, ক্যাটরিনা কাইফসহ মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ সিনেমার টিম রাশিয়ায় উড়াল দিচ্ছেন বুধবার (১৮ আগস্ট)। ৪৫ দিনের শিডিউলে অন্তত পাঁচটি আন্তর্জাতিক গন্তব্যে অ্যাকশন দৃশ্যের শুট করবেন সালমান-ক্যাটরিনা, যার মধ্যে রয়েছে অস্ট্রিয়া ও তুরস্ক।
এর আগে বলিউড হাঙ্গামা জানিয়েছিল, বিভিন্ন মনোরম লোকেশনে শুটের পর এবার সিনেমাটির প্রযোজকেরা চাইছেন বাকি অংশ অস্ট্রিয়া, মরক্কো, তুরস্ক ও রাশিয়ায় দৃশ্য ধারণ করবেন। সিনেমাটির গল্পই এমন, যেখানে চরিত্রগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে অসম্ভব মিশনে। এ অঞ্চলে সিনেমাটির শুটিংয়ের জন্য বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। প্রযোজক আদিত্য চোপড়া চান, বড় পর্দায় যেন এই অ্যাকশন-প্যাকড সিনেমা ভালোভাবে উপভোগ করতে পারেন দর্শক।
এর আগে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছিল, বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার গল্প যেখানে শেষ হবে, সেখান থেকে শুরু হবে ‘টাইগার থ্রি’ সিনেমার গল্প। আর এই কারণে ‘পাঠান’ সিনেমায় দেখা মিলবে বলিউড ভাইজানের। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ব্যানারে ‘টাইগার থ্রি’ পরিচালনা করছেন মনীশ শর্মা।