Top
সর্বশেষ

৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ আজ

৩০ নভেম্বর, ২০২০ ৬:৪৯ অপরাহ্ণ
৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ আজ

৪২ ও ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি আজ রাতেই প্রকাশ করবে পিএসসি। সোমবার রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ দুই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নেয়া হবে ২ হাজার এবং ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। ৪২তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হতে পারে আগামী ৭ ডিসেম্বর থেকে। ২৫ দিন পর্যন্ত চলবে কার্যক্রম। এরপর ৪৩তম বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হবে।

প্রসঙ্গত, ৪১তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার অপেক্ষায় আছেন সাড়ে চার লাখের বেশি প্রার্থী। গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেয়ার কথা রয়েছে। এছাড়া ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা নিয়েছে পিএসসি। এখন মৌখিক পরীক্ষার দিন ঘোষণার অপেক্ষায় আছেন প্রার্থীরা।

শেয়ার