Top

মুখ খুলেছেন আরশি খান

২১ আগস্ট, ২০২১ ১১:৪১ পূর্বাহ্ণ
মুখ খুলেছেন আরশি খান

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নিয়েছে তালেবান। দেশ দখলের পর এবার সরকার গঠনের দিকে মনোযোগ দিচ্ছে তালেবান। এই পরিস্থিতিতে যখন গোটা বিশ্বে তালেবানের আগ্রাসন নিয়ে তুমুল আলোচনা। তখন বিগ বস ১৪-এর প্রতিযোগী আরশি খানের দাবি করলেন তার শরীরে বইছে আফগান রক্ত।

ভারতে নাগরিকত্ব নিয়ে তারকাদের ট্রোল হওয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি ট্রোলের মুখে পড়েছিলেন আরশি খানও। তবে আফগানি হওয়ার জন্য নয়। কিছু লোকজনের ধারণা আরশি পাকিস্তানি। আর সেকারণেই সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলের মুখে পড়তে হয়ে তাকে। সম্প্রতি নাগরিকত্ব নিয়ে ট্রোল হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন আরশি।

তিনি বলেছেন, আমরা নাগরিকত্ব নিয়ে ট্রোল হওয়ার ঘটনা নতুন নয়। এই নিয়ে তৃতীয়বার আমাকে টার্গেট করা হয়েছে। তারা ভাবেন, আমি পাকিস্তানি নাগরিক। এই একই কারণে কাজের জায়গাতেও অনেক কথা সহ্য করতে হয়েছে। আমি একটা কথা স্পষ্ট করে জানাতে চাই যে আমি ভারতীয়। আমার কাছে ভারত সরকারের অনুমোদিত পরিচয়পত্র রয়েছে। আমি একজন আফগানি পাঠান এবং আমার পরিবার ইউসুফ জাহির পাঠান গোষ্ঠীর অন্তর্গত। আমার দাদু আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন এবং উনি ভোপালের ছিলেন। আমার পরিবার যখন এদেশে চলে এসেছিল, তখন আমায় বয়স ছিল মাত্র ৪। আমার শিকড় আফগানিস্তানের, তবে আমি ভারতীয় নাগরিক।

এই তারকা আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি উদ্বিগ্ন জানিয়ে আরও বলেন, ওখানকার পরিস্থিতির কথা ভাবলেই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। বেশি চিন্তা হচ্ছে আফগান নারীদের নিয়ে। ছোটবেলায় এদেশে না চলে এসে আজ আমাকেও হয়ত তাদের মতো ভীত-সন্ত্রস্ত হয়ে থাকতে হত।

শেয়ার