Top

মুক্তি পাচ্ছে মিজান মালিকের ‘আস্থা’

২৩ আগস্ট, ২০২১ ৫:২৪ অপরাহ্ণ
মুক্তি পাচ্ছে মিজান মালিকের ‘আস্থা’

সৃজনশীল লেখক ও গীতিকবি মিজান মালিকের কথায় তৈরি হয়েছেন নতুন গান ‘আস্থা’। এতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ তারকা পুতুল ও নতুন প্রজন্মের গায়ক ভাষণ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।

সোমবার (২৩ আগস্ট) অন্তর্জালে প্রকাশ করা হবে গানটি। এ প্রসঙ্গে মিজান মালিক বলেন, বন্ধ্যা সময়ে আমাদের নতুন প্রজন্ম মন খারাপ করে বন্দি সময় পার করছে। তাদের স্বপ্নের গায়ে যেন ধূলা জমেছে। তাদের মনোবল চাঙ্গা রাখতে মূলত আমি গানটি করেছি।

তিনি আরও জানান, তরুণ প্রজন্ম এক ক্রান্তিকাল অতিক্রম করছে। করোনাকালের পাথর সময়ের ছাপ পড়েছে তাদের মনের ওপর। দেড় বছরের বেশি সময় ধরে ওরা ঘরে বন্দি। স্কুল কলেজ বন্ধ থাকায় অনেকেই পড়ার টেবিল ছেড়ে হাতে তুলে নিয়েছে ফোন। ফেসবুক, গেমস ওদের সময় গিলে খাচ্ছে। স্বপ্নতাড়িত এই প্রজন্মের চোখ মুখে অনিশ্চিত প্রশ্ন। কবে ফিরবে স্বাভাবিক জীবনে। যেনো স্বপ্ন দেখতেও ভুলে গেছে ওরা। এক ধরনের ট্রমার মধ্য দিয়ে পার করছে সময়। এমন বাস্তবতায়, তাদের নিয়ে গানটি লেখা।

‘আস্থা’ গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে পুতুল বলেন, অনেক দিন পর ভিন্ন মাত্রার একটি গান গাইতে পেরে ভালো লাগছে। গীতিকবি মিজান মালিক যত্ন করে নতুনদের জন্য গানটি করেছেন। তাদের মনের ভিতর আস্থা বিশ্বাস ধরে রাখার জন্য গানে এক ধরনের বার্তা আছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।

এর আগে বেশ কিছু গান লিখেছেন মিজান মালিক। করোনাকালে তিনি লিখেছেন প্রার্থনা, শুভ্র পৃথিবী, চলো বদলে যাই, মতবাদ, বাংলাদেশ, শখের মানুষ ও খেয়াসহ অসংখ্য গান। রবি চৌধুরী, সুমন রাহাত, কামরুজ্জামান রাব্বী, খালেদ মুন্নাসহ আরও অনেক শিল্পী করোনাকালে তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন।

শেয়ার