তৈরি পোশাক খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের জন্য মিডিয়া লাউঞ্জ স্থাপন করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
বৃহস্পতিবার বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী পিআর অ্যান্ড মিডিয়া লাউঞ্জটি উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মো. শহিদুল্লাহ আজিম ও পরিচালক মো. মহিউদ্দিন রুবেল।
বিজিএমইএ সভাপতি বলেন, জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা দেশের পোশাক শিল্প দেশি ও আন্তর্জাতিক উভয় অঙ্গনে সংবাদ মাধ্যমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে দেশের পোশাক শিল্প আন্তর্জাতিক অঙ্গনে নিজের একটি অবস্থান তৈরি করে নিয়েছে। এই অর্জনের পেছনে দেশের গণমাধ্যম কর্মীদের অবদান রয়েছে। আমরা আশা করি সাংবাদিকরা শিল্প বিষয়ে বস্তুনিষ্ঠ, বিশ্লেষণধর্মী ও গঠনমূলক প্রতিবেদন তৈরি অব্যাহত রাখবেন।
তিনি বলেন, সাংবাদিকরা তাদের প্রতিবেদনে পোশাক শিল্পের প্রকৃত তথ্যের মধ্যমে যথাযথ চিত্র তুলে ধরবেন। শিল্প বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। এসব কারণেই শিল্প ও গণমাধ্যমের মধ্যে একটি সেতুবন্ধন গড়তে এ পিআর ও মিডিয়া লাউঞ্জ স্থাপন করা হয়েছে।