চিত্রনায়ক জয় চৌধুরী ও নায়িকা প্রিয়াঙ্কা জামান জুটি বেঁধেছেন একটি প্রজেক্টে। তবে সেটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নাম ‘কেবিন নাম্বার ২২’। নির্মাণ করেছেন আউয়াল চৌধুরী। স্বদেশ মাল্টিমিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করেছেন আরজে সাইমুর রহমান।
মানবিক গল্পে নির্মিত হয়েছে এই শর্টফিল্ম। সমাজে এমন অনেক সন্তানকে দেখা যায়, যারা মা-বাবার প্রতি সঠিক দায়িত্ব পালন করে না। অসুস্থ হয়ে পড়ে থাকলেও দেখার প্রয়োজন মনে করে না। আবার অন্যদিকে হাসপাতালের চিকিৎসকরাই হয়ে ওঠেন তাদের আপনজন। এসব বিষয়ই দেখা যাবে স্বল্পদৈর্ঘ্যটিতে।
জয় ও প্রিয়াঙ্কা ছাড়া এতে আরও অভিনয় করেছেন আকাশ নিবির, কাজী ইফতে খারুল আলম তারেক, নাজমুল হক রাইয়্যান প্রমুখ।
জয় চৌধুরী বলেন, ‘আমি এই প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলাম। গল্পটি ভাল লাগলো তাই এক কথায় রাজি হয়ে গেলাম। এটি একটি মানবিক গল্প। ডাক্তাররাও যে অনেক মানবিক, একজন রোগীর সেবা করতে গিয়ে তারাও যে রোগীর আপনজন হয়ে ওঠে, কারো মৃত্যুতে তাদের মধ্যও যে হাহাকার তৈরি হয় সেটি তুলে ধরা হয়েছে।’
নায়িকা প্রিয়াঙ্কা জামান বলেন, ‘গল্পটি অত্যান্ত চমৎকার। এই খারাপ সময়েও ডাক্তাররা যেভাবে মানুষের পাশে রয়েছে, সেবা করছে বিষয়টা আমরা সেভাবে অনুভব করি না। ডাক্তারদের আবেগ ভালোবাসার অন্যরকম একটি রূপ দেখা যাবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। আশা করি সবার ভাল লাগবে এবং মানুষের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।’
প্রযোজক সাইমুর রহমান জানান, তাদের প্রতিষ্ঠান স্বদেশ মাল্টিমিডিয়া থেকে নিয়মিত নাটক, মিউজিক ভিডিও, ডকুমেন্টারি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। শিগগিরই নতুন এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে স্বদেশ টিভি নামের ইউটিউব চ্যানেলে।