নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমে নতুন এক রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। তামিম ইকবালকে টপকে গেছেন তিনি। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে তামিমকে টপকে দুইয়ে উঠে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচটি সাকিবের ক্যারিয়ারের ৩৫৮তম আন্তর্জাতিক ম্যাচ। যা দেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডটা অবশ্য মুশফিকুর রহিমের দখলে।
৩৮৯টি ম্যাচে লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নেমে এই তালিকায় সবার উপরে আছেন দেশসেরা এই ব্যাটসম্যান। এখন পর্যন্ত ৩০০ -এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ৫ জন বাংলাদেশি খেলোয়াড়। এক সময় ‘পঞ্চপাণ্ডব’ বলা হতো তাদের।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না ঘোষণা দেওয়া তামিম ইকবাল ৩৫৭টি ম্যাচ খেলে এই তালিকায় তৃতীয় অবস্থানে আছেন। চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খেলেছেন যথাক্রমে ৩৪৮টি ও ৩০৮টি আন্তর্জাতিক ম্যাচ।