Top

শাবিপ্রবির নতুন প্রক্টর ড.আলমগীর কবীর

০২ সেপ্টেম্বর, ২০২১ ২:৫৩ অপরাহ্ণ
শাবিপ্রবির নতুন প্রক্টর ড.আলমগীর কবীর

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রেজিস্ট্রার দপ্তর হতে অফিস আদেশে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.আলমগীর কবীরকে নিয়োগ দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: আবু হেনা পহিলকে প্রক্টর(ভারপ্রাপ্ত) পদ হতে অব্যহতি প্রদান করা হয়েছে। একই সাথে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মো: আলমগীর কবীরকে ৩ (তিন) বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। জনাব মো: আবু হেনা পহিল সহকারী প্রক্টর হিসেবে দায়িত্বপালন করবেন। দায়িত্ব পালনের জন্য তাঁরা বিধিমোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ প্রক্টর হিসেবে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

ড.আলমগীর কবীর বলেন, বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বদা কাজ করবো। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বেগবান করার জন্য সবাইকে একসাথে নিয়ে কাজ করবো।

সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীরের জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বড় বাকাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তিনি হাজী আবদুস সোবহান এর দৌহিত্র। তিনি ১৯৯৮-৯৯ বর্ষে শাবিপ্রবির গণিত বিভাগে ভর্তি হন এবং ২০১৩ সালে শাবিপ্রবির গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে একই বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। শাবিতে যোগদানের পূর্বে তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অনেকদিন সহকারী প্রক্টরের দায়িত্ব ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

শেয়ার