Top
সর্বশেষ

বরিশাল সংঘর্ষ: আটককৃত সব আসামির জামিন

০২ সেপ্টেম্বর, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ
বরিশাল সংঘর্ষ: আটককৃত সব আসামির জামিন

বরিশাল সদর উপজেলায় ব্যানার অপসারণকে কেন্দ্র করে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় ইউএনও ও পুলিশের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মী ও বরিশাল সিটি করপোরেশনের কর্মচারীদের জামিন দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ দশ হাজার টাকার বন্ডে আগামী পুলিশ রিপোর্ট পর্যন্ত এই জামিন দিয়েছেন বলে নিশ্চিত করছেন কোর্টের জিআরইউ খোকন চন্দ্র দাস।

আসামিপক্ষের আইনজীবী তালুকদার মো. ইউনুস জানান এর আগে একই কোর্ট দুই মামলায় ৯ জনের জামিন দিয়েছিল। আজ আমরা ১২ জনের জামিন চাওয়ায় আদালত সবাইকে জামিন দিয়েছেন। এই নিয়ে মোট ২১ গ্রেপ্তারকৃতের সবাই জামিন পেয়েছেন।

এই বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, ‘এই জামিন পাওয়ায় আমরা খুশি। এতে করে সমঝোতা প্রক্রিয়া এগিয়ে যাবে।

গত ১৮ আগস্ট রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ও অফিস প্রাঙ্গণ থেকে সিটি করপোরেশনের (বিসিসি) পোস্টার-ব্যানার সরানো নিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আনসার ও পুলিশের সংঘর্ষ হয়। এক পর্যায়ে আনসার সদস্যরা গুলি ছোড়ে এবং পুলিশ লাঠিচার্জ করে। এতে অন্তত ৫০ জন আহত হয়।

এ ঘটনায় ইউএনও মো. মুনিবুর রহমান ও পুলিশের পক্ষে এসআই শাহজান মল্লিক কোতয়ালী থানায় ফৌজদারি মামলা করেন। মামলায় ১২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে মামলা করা হয়। এই মামলায় বিভিন্ন সময়ে আরও বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষে জানানো হলেও ২১ জনের জামিন চাওয়া হয়।

এদিকে এই ঘটনায় বিসিসির পক্ষে একটি ও মহানগর আওয়ামী লীগের পক্ষে প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন অপর এক মামলায় ইউএনও, পুলিশ আনসারদের আসামি করে মামলা করেন।

শেয়ার