Top
সর্বশেষ

সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ শুরু

০৫ সেপ্টেম্বর, ২০২১ ১২:৪৮ অপরাহ্ণ
সিনহা হত্যা মামলার দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ শুরু

মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্য গ্রহণ আজ রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০ টা থেকে শুরু হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল হোসেনের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষের উকিল ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় দফার এই সাক্ষ্য গ্রহণ। এই ৪ দিনে অন্তত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ হতে পারে। মামলার মোট সাক্ষী ৮৩ জন। প্রথম দফায় প্রতিদিন পাঁচ জন করে তিন দিনে ১৫ জনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও মাত্র দুই জনের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়েছিল।

আজ সকাল সাড়ে নয়টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয় সিনহা হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ জনকে।

প্রথম দফার শুনানিতে গত ২৩ আগস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসীর সাক্ষ্য নেওয়া হয়। এরপর টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের আইনজীবী রানা দাশগুপ্ত ও লিটন মিয়ার আইনজীবী শওকত ১৫ আসামির পক্ষে ফেরদৌসীকে দুই দিন জেরা করেন। ২৪ ও ২৫ আগস্ট সিনহার সঙ্গী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্য গ্রহণ হয়। আসামিপক্ষের আইনজীবীরা সিফাতকে জেরা করেন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

শেয়ার