আগের ম্যাচগুলোর মতো মিরপুরের এই উইকেটকে আর বোলিং সহায়ক মনে হচ্ছিল না। নিউজিল্যান্ডের দুই ওপেনার রাচিন রবিন্দ্র আর ফিন অ্যালেন যে রীতিমত কাঁদিয়ে ছাড়ছিলেন টাইগার বোলারদের।
সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা এনে দেন রবিন্দ্র-অ্যালেন।
মূল ভূমিকাটা অ্যালেনেরই। রবিন্দ্র শুধু সঙ্গ দিয়ে যাচ্ছিলেন। ৩৪ বলে ৫৮ রানের ঝড়ো জুটিটি শেষ পর্যন্ত ভেঙেছেন শরিফুল ইসলাম, ইনিংসের ষষ্ঠ ওভারে।
শরিফুলকে তুলে মারতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দেন রবিন্দ্র (১২ বলে ১৭)। মিডঅফ থেকে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন মুশফিকুর রহীম। ওই ওভারেই এক বল বিরতি দিয়ে ভয়ংকর অ্যালেনকেও তুলে নেন শরিফুল।
বাঁহাতি এই পেসারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন অ্যালেন। ২৪ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় কিউই ওপেনার করেন ৪১ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৫৮ রান। টম ল্যাথাম আর উইল ইয়ং দুজনই শূন্য রানে অপরাজিত।