Top

চীনে ৬ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

১৬ সেপ্টেম্বর, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
চীনে ৬ মাত্রার ভূমিকম্প, নিহত ৩

চীনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ দুর্যোগে আরও ৫৯ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে আঘাত হানে এই ভূমিকম্প। ফলে সেখানে জরুরি সেবা বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার জরুরি সেবার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। খবর রয়টার্সের।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে তিনজন নিহত হয়েছে এবং আরও ৫৯ জন আহত হয়েছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, সিচুয়ান প্রদেশের লুক্সিয়ান কাউন্টিতে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দুই শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ৬ হাজার ৯০৪ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

চার হাজারের বেশি উদ্ধারকর্মীদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সিইএনসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)। এর কেন্দ্রস্থল ছিল ২৯ দশমিক ২ ডিগ্রী উত্তর অক্ষাংশে এবং ১০৫ দশমিক ৩৪ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।

শেয়ার