Top

বঙ্গবন্ধু শিক্ষা বিমায় রাখা যাবে না সার্ভিস চার্জ

১৯ সেপ্টেম্বর, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শিক্ষা বিমায় রাখা যাবে না সার্ভিস চার্জ

মুজিব শতবার্ষিকীতে বাস্তবায়ন করা হবে বঙ্গবন্ধু শিক্ষা বীমা। এই বিমার লেনদেন করা যাবে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে। তার জন্য কোন প্রকার সার্ভিস চার্জ বা ফি রাখা যাবে না।

আজ ( ১৯ সেপ্টেম্বর ) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করে সকর তফসিলি ব্যাংকের নির্বাহী প্রধানদের বারাবর প্রেরণ করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, মুজিব শতবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সম্মানে ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় এই বীমার বীমাকারক হিসেবে দায়িত্ব পালন করবে জীবন বীমা কর্পোরেশন। এই বীমার আর্থিক লেনদেন শিক্ষার্থদের স্কুল ব্যাংকিং হিসাবের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এজন্য কোন প্রকার সার্ভিস চার্জ বা ফি রাখা যাবে না। এছাড়াও শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসাব খোলা ও লেনদেন অব্যাহত রাখার বিষয়ে উৎসাহিত করা কথা জানানো হয়।

পূর্বে উল্লেখিত এ  সার্কুলার সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

শেয়ার