সৌদি সামরিক বাহিনীর গোলাগুলিতে ইয়েমেনের কয়েকটি স্থানে অন্তত পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের সালাহ এলাকায় গতকাল (মঙ্গলবার) সৌদি সমর্থিত গেরিলাদের গুলিতে এক দম্পতি নিহত হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশের মোনাব্বিহ এলাকায় সৌদি সীমান্তরক্ষী বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে আরেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ইয়েমেনে সৌদি বিমান হামলা
এছাড়া, ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মা’রিব প্রদেশের রাহাবা এলাকার একটি আবাসিক জোনে সৌদি বাহিনীর গোলাবর্ষণে অন্য এক দম্পতি নিহত এবং এক নারী মারাত্মকভাবে আহত হয়েছেন।
এদিকে. গতকাল সন্ধ্যায় সৌদি বাহিনী অন্তত ২৪ বার ইয়েমেনের বিভিন্ন আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। তারা মা’রিব প্রদেশের সিরওয়াহ এলাকায় দফায় দফায় বিমান হামলা চালায়। একই প্রদেশের আল-আবদিয়া এবং মাহলিয়া এলাকায়ও সৌদি জঙ্গিবিমানগুলো অন্তত ছয়বার বিমান হামলা চালায়। তবে এই হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি। ইয়েমেনের সা’দা প্রদেশের কিতাব ওয়া আল-বুকি এলাকায়ও সৌদি সেনারা বিমান হামলা চালায়।
অন্যদিকে হুদাইদা প্রদেশে সৌদি আরব গত ২৪ ঘন্টায় ২০০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে খবর পাওয়া গেছে