চলতি মাসের মধ্যেই ১৬তম নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের দাবি জানিয়েছে চাকরি প্রার্থীরা। তাদের দাবি, বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় তিন বছর পর মাত্র মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানান ১৬তম নিবন্ধনের প্রার্থীরা।
প্রার্থীদের দাবি, ২০১৯ সালের ২৩ মে ১৬তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। একই বছরের ৩০ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার একমাস পর ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়। ওই বছরেরই ১৫ ও ১৬ নভেম্বর ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রার্থীরা জানান, সর্বোচ্চ ২ মাসের মধ্যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রায় এক বছর পর ২০২০ সালের ১২ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এরপর ২০২০ সালের ২ ডিসেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। গতকাল মঙ্গলবার ভাইভা শেষ হয়েছে। পরীক্ষা শেষ হতে কয়েক বছর লেগে যাওয়ায় ১৬তম নিবন্ধনের প্রার্থীরা হতাশাগ্রস্ত। কেননা প্রার্থীদের অনেকের বয়স ৩৫ বছর পার হয়ে গেছে। আবার অনেকের বয়স ৩৫ এর কাছাকাছি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের দাবি জানিয়েছেন প্রার্থীরা।
রাজধানীর একটি বেসরকারি কলেজের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, আমরা ১৬তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চূড়ান্ত ফলের অপেক্ষায় আছি। করোনা লকডাউনের কারণে এ ছয় মাস ভাইভা স্থগিত থাকে। এ কারণে তৃতীয় গণবিজ্ঞপ্তির আবেদন করতে পারেনি। এ আবদেনের সময়সীমা আরও কমপক্ষে একমাস বাড়িয়ে ১৬তমদের আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানানো হলেও তা করা হয়নি। তাই আরেকটি গণবিজ্ঞপ্তি দেওয়ার আগে ১৬তম নিবন্ধনধারীদের ফল দেওয়ার দাবি জানাচ্ছি।