Top

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

২৬ সেপ্টেম্বর, ২০২১ ৩:৪৮ অপরাহ্ণ
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। রোববার রামাল্লাহ এবং জেনিন শহরের কাছে পাঁচটি আলাদা স্থানে অভিযান পরিচালনা করে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ফিলিস্তিনি নিহতের জবাবে গাজা উপত্যকা থেকে রকেট হামলার পরিকল্পনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

খবরে বলা হয়েছে, তিন ফিলিস্তিনি নিহত হন কাফর বিদু এলাকায়। তাদের মরদেহ আটকে রেখেছে ইসরায়েলি বাহিনী। বাকিজনকে বুরকিনে হত্যা করা হলেও তাকে ইতোমধ্যে দাফন করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাওয়ার পথে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেট দাবি করেন, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তারা রকেট হামলা চালানোর চেষ্টা করছিল। এ বিষয়ে এখনও হামাসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার