যুক্তরাজ্যে প্রথম ফাইজার ও বায়োএনটেক করোনা টিকা নিলেন ৯০ বছর বয়সের এক নারী। বিশ্বের প্রথম দেশ হিসেবে আজ (৮ ডিসেম্বর) যুক্তরাজ্যে ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকার প্রয়োগ শুরু করেছে।
তাকে টিকা প্রদান করেই যুক্তরাজ্যের গণহারে টিকা প্রদান কর্মসূচির শুরু হলো।
মার্গারেট কেনেন নামে এই নারী জানান, তিনি কভেন্ট্রির ইউনিভার্সিটি হাসপাতালে টিকা গ্রহণ করেছেন। তার কাছে বিষয়টি অনেক ভালো লেগেছে।
পরের সপ্তাহে মার্গারেট কেনেনের ৯১তম জন্মদিন। তার আগে এই টিকা নেওয়াকে “জন্মদিনের প্রথম সেরা উপহার” বলে মন্তব্য করেছেন এই নারী।
বাণিজ্য প্রতিদিন/এমআর