Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

জাভিকে বার্সেলোনার কোচ না হওয়ার পরামর্শ সুয়ারেজের

০১ অক্টোবর, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
জাভিকে বার্সেলোনার কোচ না হওয়ার পরামর্শ সুয়ারেজের

বার্সেলোনার দুর্দশা এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত বিষয়। একের পর এক ব্যর্থতায় বিপর্যস্ত ক্লাবটি। কোচ রোনাল্ড কোম্যানের চাকরি যাওয়ার খবর নিয়ে প্রতিদিনই আলোচনা হচ্ছে গণমাধ্যম। শোনা যাচ্ছে বেশ কয়েকজন নতুন কোচের নামও।

এর মধ্যে সবচেয়ে জোরালোভাবে আসে ক্লাবটির কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজের নাম। তবে তাকে বার্সেলোনার দায়িত্ব এখনই না নেওয়ার পরামর্শ ক্লাবটির আরেক সাবেক তারকা লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই তারকা মনে করছেন, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাভি যথেষ্ট বুদ্ধিমান।

স্পেনের রেডিও আরটিভিইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘একজন ফুটবল ভক্ত হিসেবে যদি দেখি, সে খেলোয়াড় হিসেবে যা করেছে। আমি মনে করি না আজ, আগামীকাল অথবা কয়েক দিন পর তার কোচের দায়িত্ব নেওয়ার সঠিক সময়। জাভি বুদ্ধিমান, সে ক্লাবের কঠিন পরিস্থিতির কথা জানে।’

কেন জাভির এখন দায়িত্ব নেওয়া ঠিক হবে না? সেটিও ব্যাখ্যা করেছেন সুয়ারেজ। পিকে-সার্জিও বুস্কেটসসহ বেশ কয়েকজন ফুটবলার সতীর্থ ছিলেন জাভির। তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে বলে মনে করেন সুয়ারেজ, ‘তার সাবেক সতীর্থ আছে ক্লাবে, যাদের নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, এটা কঠিন।’

বার্সেলোনার সঙ্গে সুয়ারেজের বিচ্ছেদটা খুব একটা সুখকর হয়নি। ২০১৪ সালে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে ক্লাবটিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন ক্লাবটির হয়ে। ২৮৩ ম্যাচে ১৯৫ গোল ও ১১৩টি অ্যাসিস্ট আছে সুয়ারেজের।

কিন্তু বিদায়ের সময় তার সঙ্গে একরকম দুর্বব্যহারই করা হয়েছে সুয়ারেজের সঙ্গে। একা অনুশীলনও করতে হয়েছে এই উরুগুয়ের তারকাকে। পরে ২০২০ সালে তিনি যোগ দেন অ্যাটলেটিকো মাদ্রিদে। বার্সেলোনার দেওয়া সেসব দুঃখ এখনো ভুলেননি বলেই জানিয়েছেন সুয়ারেজ।

তিনি বলেছেন, ‘তখন আমি পেশাদারিত্বের পরিচয় দিয়েছি এবং কোনো কথা না বলে প্রতিদিন একইভাবে অনুশীলন করেছি। কারণ আমাকে এটাই করতে হতো। আমি ভুলিনি গত বছর প্রাক-মৌসুমে বার্সেলোনা আমাকে একা একা অনুশীলন করতে পাঠিয়েছিল। যেন আমি রেগে যাই। কিন্তু আমি তখন কোচের কথা মেনে পেশাদার আচরণ করেছি।’

শেয়ার