Top
সর্বশেষ

তালেবানের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

০৯ অক্টোবর, ২০২১ ৪:০২ অপরাহ্ণ
তালেবানের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর এবারই প্রথমবারের মতো তালেবানের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শনি ও রোববার কাতারের দোহায় তালেবানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির ওই বৈঠক হবে বলে জানিয়েছে আরব নিউজ।

গত আগস্টের মাঝামাঝি রাজধানী কাবুল দখলের মধ্যদিয়ে আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানায় তালেবান। পরে ২০ বছর ধরে দেশটিতে থাকা আমেরিকার সেনাদেরও ফিরিয়ে নেওয়া হয়।

আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে আনার পর সে দেশের ক্ষমতাসীন নেতৃত্বের সঙ্গে এবারই প্রথম আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। বৈঠকে আফগানিস্তানে চরমপন্থী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ ও বিদেশিদের সরিয়ে নেওয়ার ব্যাপারে কথা হতে পারে।

দোহার তালেবানের মুখপাত্র শাহিন সোহেল বলেছেন, একটি বৈঠক হবে। এতে দ্বিপাক্ষীয় নানা বিষয়ে আলাপ হবে। দোহা চুক্তি নিয়েও কথা হবে।

শেয়ার