Top

ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার ৪ সেনা নিহত

১৪ অক্টোবর, ২০২১ ৪:৫২ অপরাহ্ণ
ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার ৪ সেনা নিহত

সিরিয়ার হোমসে ইসরাইলের বিমান হামলায় সিরিয়ার ৪ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সিরিয়ার গণমাধ্যম সানা এ তথ্য জানিয়েছে ।

খবরে বলা হয়, ইসরাইলের বিমান হামলায় হোমসের পালমিরা এলাকায় সিরিয়ান আরব বাহিনীর ৪ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

আল-তানফ এলাকা থেকে এ হামলা চালানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ অঞ্চলটির কমিউনিকেশন টাওয়ার, সেনাঘাঁটি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আগ্রাসন চালায় ইসরায়েলি বিমান। সিরিয়া-জর্ডান সীমান্তেই স্থাপনাগুলোর অবস্থান।

এ নিয়ে চলতি সপ্তাহে ইসরাইল সিরিয়ার হোমস প্রদেশে দ্বিতীয় দফায় বিমান হামলা চালাল।

এর আগে গত শুক্রবার সিরিয়ার হোমস প্রদেশের টি-৪ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট ১২টি ক্ষেপণাস্ত্রের মধ্যে আটটি ধ্বংস করতে সক্ষম হয়।

ইসরাইলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানায়, বুধবার রাতে এ হামলা চালানো হয়।

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস, হিজবুল্লাহ ও সিরিয়ার সমন্বয়ে গঠিত যৌথ অপারেশন্স কার্যালয় থেকে সতর্ক করে দেওয়া হয় যে, তারা বিমান হামলার কঠোর জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার