করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর সোমবার (১৮ অক্টোবর) খুলে দেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হল। সকাল ১০টা থেকে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা। এর আগে সোমবার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির এক সভায় হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয় প্রশাসন।
তবে শিক্ষার্থীদেরকে অন্তত এক ডোজ টিকা গ্রহণ করতে হবে এবং হলে উঠার সময় টিকার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। বরাদ্দ ও অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীরা ছাড়া অবৈধ, অনাবাসিক, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব কেউ হলে থাকতে পারবে না। সর্বশেষ কোনো শিক্ষার্থীর করোনার লক্ষণ দেখা দিলে দ্রুত চবি মেডিকেল কেন্দ্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এসময় উপাচার্য বলেন, ‘দীর্ঘ বন্ধের পর শিক্ষার্থীরা হলে ফিরেছে। তাদেরকে আমরা ফেরাতে পেরেছি। তাদেরকে বরণ করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। হলের যাবতীয় সংস্কারের কাজ প্রায় শেষের দিকে। বাকি কাজগুলো অতি দ্রুত সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের যে সেশনজট তৈরি হয়েছে একাডেমিক কাউন্সিলের সাথে আলোচনা করে অতি দ্রুত তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শহীদ আব্দুর রব হলের প্রাধ্যক্ষ ড. রবিউল হাসান ভূইয়া বলেন, আবাসিক হল খোলার বিষয়ে সব হল প্রভোস্টদের নিয়ে রোববার (১৭ অক্টোবর) মিটিং হয়েছে। শিক্ষার্থীদের জন্য হল খুলতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টিকা কার্ড আর হলের আইডি কার্ড দেখেই শিক্ষার্থীদের হলে উঠতে দেওয়া হবে। অনাবাসিক এবং ছাত্রত্ব নেই এমন কাউকে হলে উঠতে দেওয়া হবে না। আবাসিক হলে শিক্ষার্থীদের বরণে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু আয়োজনও রাখা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, বিভিন্ন বিশৃঙ্খলা কর্মকাণ্ডে জড়িতের দায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিএফসি ও সিক্সটিনাইন গ্রুপের ছয় জন করে ১২ কর্মীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের বহিষ্কারের মেয়াদ ৬ মাস।
রোববার (১৭ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের হেলথ,রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের (১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম, একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের সাইফুল ইসলাম, রসায়ন বিভাগের (১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলম নায়েম, পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের আকিব জাবেদ, ইতিহাস বিভাগের (১৫-১৬) শিক্ষাবর্ষের জুনায়েদ হোসেন জয়, অর্থনীতি বিভাগের (১১-১২) শিক্ষাবর্ষের ফরহাদ। এদের মধ্যে আশরাফুল আলমের বহিষ্কারের মেয়াদ ১ বছর ও বাকিদের ৬ মাস। এরা সবাই শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের নেতা-কর্মী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
এদিকে ক্যাম্পাসে সিএফসি গ্রুপের নেতা-কর্মী হিসেবে পরিচিত বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, আইন অনুষদের (১৪-১৫) শিক্ষাবর্ষের মির্জা কবির সাদাফ, একই শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের অহিদুজামান সরকার, সমাজতত্ব বিভাগের আরিফুল ইসলাম, আইন অনুষদের (১৭-১৮) শিক্ষাবর্ষের খালেদ মাসুদ, আরবি বিভাগে (১৯-২০) শিক্ষাবর্ষের তৌহিদ ইসলাম, কম্পিউটার বিজ্ঞান বিভাগের (১৮-১৯) শিক্ষাবর্ষের তানজিল হোসেন। এদের মধ্যে মির্জা কবির সাদাফের সাজা ১ বছর এবং বাকিদের ৬ মাস।
বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর ড.রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ছাত্রলীগের দুপক্ষের ১২ কর্মীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।