Top
সর্বশেষ

ইরাক যুদ্ধের বিতর্কিত চরিত্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন

১৮ অক্টোবর, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
ইরাক যুদ্ধের বিতর্কিত চরিত্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন, জাতিসংঘে ভাষণ দিয়ে ইরাক যুদ্ধের পথ তৈরির অন্যতম কারিগর ও প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল মারা গেছেন।

দেশটির ৬৫তম এই পররাষ্ট্রমন্ত্রী করোনা পরবর্তী জটিলতায় ৮৪ বছর বয়সে মারা গেছেন বলে সোমবার তার পরিবারের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‌আমরা একজন অসাধারণ এবং ভালোবাসাপূর্ণ স্বামী, বাবা, দাদা এবং মহান আমেরিকানকে হারিয়েছি।

অবসরপ্রাপ্ত সাবেক এই চার-তারকা জেনারেল এবং জয়েন্ট চিফ অব স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক চারজন প্রেসিডেন্টের মেয়াদকালে জয়েন্ট চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেছিলেন তিনি। মার্কিন রাজনীতিতে অনেকের কাছে সম্মানের পাত্রও ছিলেন তিনি।

২০০০ সালে জ্যামাইকান অভিবাসী পরিবারের সন্তান পাওয়েলকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছিলেন, জেনারেল পাওয়েল একজন আমেরিকান বীর, আমেরিকার এক উদাহরণ এবং একটি দুর্দান্ত আমেরিকান গল্প।

শেয়ার